কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৭:৫৮ PM

হিস্টোপ্যাথলজি ল্যাব

কন্টেন্ট: পাতা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হিস্টোপ্যাথলজি ল্যাব কলেজ এর একাডেমিক বিল্ডিং এর ২য় তলায় অবস্থিত। অত্র ল্যাবে সকল ধরণের হিস্টোপ্যাথলজি এবং সাইটোপ্যাথলজি (এফএনএসি) পরীক্ষা হয়ে থাকে। কলেজ ল্যাবে ম্যানুয়াল এবং অটোমেটেড টিস্যু প্রসেসর এর পাশাপাশি ফ্রোজেন সেকশন এর মেশিন ও বিদ্যমান। এই ল্যাবেই সম্পূর্ণ অটোমেটেড হেমাটোলজি এনালাইজার ও বিদ্যমান। নির্ভুল ভাবে রিপোর্ট দেওয়ার জন্য রয়েছেন ৫ জন যোগ্যতা সম্পন্ন প্যাথলজিস্ট-

১। ডাঃ রেবা দাস, এমবিবিএস, এমডি (প্যাথলজি), সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
২। ডাঃ মোঃ শাহরিয়ার মামুন, এমবিবিএস, এমডি (প্যাথলজি), সহকারী অধ্যাপক 
৩। ডাঃ গাজী আব্দুস সাদিক, এমবিবিএস, এমডি (প্যাথলজি), প্রভাষক 
৪। ডাঃ মোঃ হাবিবুর রহমান, এমবিবিএস, প্রভাষক
৫। ডাঃ মেহবুবা রহমান, এমবিবিএস, প্রভাষক

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন