কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ এ ০৩:১৮ PM
অধ্যাপক ডাঃ কাজী আরিফ আহমেদ ২৬ নভেম্বর ১৯৭৩ সালে যশোর এ জন্মগ্রহণ করেন। যশোর সরকারী মহিলা কলেজ, যশোর এর প্রাক্তন অধ্যক্ষ কাজী জাফর আহমেদ এবং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষিকা ফরিদা খাতুন এঁর দ্বিতীয় সন্তান তিনি। তাঁর সহধর্মিনী ডা. ফারহানা হোসেন, যিনি সহকারী অধ্যাপক (গাইনী এবং অবস্) পদে সাতক্ষীরা মেডিকেল মেডিকেল কলেজ, সাতক্ষীরা তে কর্মরত আছেন। তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
অধ্যাপক ডাঃ কাজী আরিফ আহমেদ ১৯৯৮ সালে ঢাকা মেডিকেল কলেজ হতে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে ২০০৮ সালে মেডিসিনে এফসিপিএস এবং ২০০৯ সালে কার্ডওলজিতে এমডি পাশ করেন। ২০ তম বিসিএস পরীক্ষায় কৃতিত্যের সাথে উত্তীর্ণ হয়ে সরকারী চাকরীতে প্রবেশ করেন ৩১ মে ২০০১। চাকরী জীবনে তিনি প্রথম চিরির বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দিনাজপুর যোগদান করেন পরবর্তীতে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ, সিবপুর , নরসিংদী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসেন বিভাগে, সাতক্ষীরা জেলা হাসপাতাল, সাতক্ষীরা কর্মরত ছিলেন। সর্বশেষ ১০ সেপ্টেম্বর ২০১২ হতে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ এ সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) (কার্ডিওলজি) হিসেবে শিক্ষকতা শুরু করে ১৭ জুন ১০১৩ সহকারী অধ্যাপক (মেডিসিন), ৩০ আগস্ট ২০১৭ সহযোগী অধ্যাপক (মেডিসিন) এবং ৩১ আগস্ট ২০২৩ অধ্যাপক(মেডিসিন) পদে পদোন্ননি লাভ করে বর্তমানে ১০ ডিসেম্বর ২০২৫ হতে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ পদে কর্মরত আছেন।